চলে এসেছে বৈশাখ আর বৈশাখ মানেই খুব গরম। তাই এই গরমে শরীরের যত্ন একটু অন্য রকম ভাবেই হতে হবে। কারণ গরমে শরীরে নানা ধরণের সমস্যা দেখা দিয়ে থাকে। শুধু মাত্র ত্বকের বিষয় খেয়াল রাখলে চলবে না। খেয়াল রাখতে হবে পোশাক বা ড্রেস এর দিকেও। আর নারীদের পোশাকের মধ্যে ব্রা অন্যতম। কারণ যে কোনো পোশাক পড়তে গেলে ব্রা পড়তেই হবে আর যদি সেই ব্রা ভালো মানের না হয় অথবা ব্রা পরার পরে যদি শরীরের কোনো ইনফেক্শন বা দাগ দেখা দেয়, তাহলে তো কথাই নেই।শরীরের সাথে সাথে আপনার মনটাও খারাপ হয়ে যাবে। যেখানে যাবেন নিজেকে কারো সামনে ভালো করে তুলে ধরতে পারবেন না। গবেষণায় দেখা যায় যে, ভুল মাপের ব্রা পরিধান দ্রুত নষ্ট করে ফেলে আপনার স্তনের আকৃতি আর বডি শেইপ। তাই আপনি যত সুন্দর পোশাক পরেননা কোনো, আপনাকে দেখতে একেবারেই বেমানান দেখাবে। ব্রা হতে হবে উন্নত মানের, সঠিক মাপের এবং আপনার বডি শেইপের সাথে মানানসই। সম্ভভ হলে এই গরমে সবসময় সুতি কাপড়ের উন্নত মানের ব্রা ব্যবহার করুন, শরীর এবং মন ভালো রাখুন।স্বল্প সময়ে সুন্দর পণ্য সংগ্রহ করতে সহজ শপ ডট কম দিচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা।এই ফেসবুক পেজ এ আমাদের সাথে যোগাযোগ করুন। করুন। প্রয়োজনে ফোন করুন আমদের এই মোবাইল নম্বরেঃ ০১৮৫৬৯৯১১১৬। (বিভিন্ন সাইজ এবং কালার আছে)।