Any Question?

+8801856991116 / +8801714092903
রাতারাতি ব্রণ দূর করতে করনীয়

রাতারাতি ব্রণ দূর করতে করনীয়

 কোনও পার্টি বা ডেটিংয়ের আগের দিন যদি আপনার নরম গালে ছোট্ট একটা ব্রণ বেশ বড় হয়ে উঠে তখনই তো সব গন্ডগোল। তাই রাতারাতি ব্রণ তাড়াতে রইল টুকটাক টিপ্‌স।

 

১। রাতে ঘুমতো যাওয়ার আগে ভাল করে মুখ ধুয়ে পরিষ্কার করে ব্রণর উপর একটু মধু লাগিয়ে নিন। কিছুক্ষণ রাখার পর শুকিয়ে গেলে জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। দেখবেন ম্যাজিকের মত ব্রণ উধাও।

 

২। দারচিনি গুঁড়ো করে নিন তার সাথে মধু মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করুন সেটা ব্রণের উপর লাগিয়ে সারারাত রেখে দিন । পরেরদিন সকালে উঠে ভাল করে মুখ ধুয়ে নিলেই ব্রণ ভ্যানিশ।

 

৩। কয়েকটা পেঁপের টুকরো নিয়ে টুকরো গুলো পেস্ট করে নিন। এর পর ভাল করে মুখ পরিষ্কার করে ব্রণর উপর পেঁপের পেস্ট লাগিয়ে নিন । ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন । মুখ ধোয়ার পর শুষ্ক লাগলে ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিতে পার।

 

৪। পাকা কলা যেমন ত্বকের জন্য উপকারী তেমনি পাকা কলার খোসাও ব্রণের জন্য খুবই কার্যকরী। একটা পাকা কলার খোসা নিয়ে সেটা ব্রণর উপর বা পুরো মুখে ঘষে নিন । তারপর ১৫-২০মিনিট রেখে মুখ ধুয়ে নিন। 

 

৫। অ্যালোভেরার জেল ত্বকের জন্য খুব ভাল। অ্যালোভেরার পাতা একটু ভেঙে নিলেই একটা জেলির মতো পদার্থ বেরিয়ে আসবে। এটা ভাল করে মুখ পরিষ্কার করে ব্রণর উপর লাগিয়ে নিন । কিছুক্ষণ রেখে ভাল করে মুখ ধুয়ে নিন ।

 

Posted on: 22-Nov-2016

Recent Post

Latest Comment

Add to Cart